এখন আর কবিতা আসেনা
আগে অপেক্ষার সাথে বন্ধুত্ব করে
যে ভালোবাসাকে বলতাম কবিতা-
এখন সে ছোট নেই
এখন আর তাকে মেঘ বলা চলে না
দুকূল ছাপিয়ে সে নিজে এক নদী,
ভাঙা গড়া নিয়ে স্মৃতিশূন্য হয়ে
বয়ে চলা তার জীবন,
দুহাত দিয়েও ছুঁতে পারিনা তাই।
একদিন হয়তো এমনি করেই
গোধূলি বেলায় তোমার নদী,
আমার অস্থির সমুদ্রটা
মিশে যাবে সকল স্তব্ধতা ছাপিয়ে।
আবার ভালোবাসা হয়ে উঠবে
একখানি আস্ত কবিতা।
আগে দিন ছিল, ছিল রাত,স্বপ্ন,
ছিল তোমার অনন্ত অপেক্ষা
নীল আকাশেও ছিল মনের বসন্ত,
পলাশের গায়ে লেগে ছিল রূপসী সাজ,
এখন সে সব রঙই ঝরে পড়ে পরাস্ত
সূর্যের বুকে।
ঝরে পড়ে অসমাপ্ত কবিতা হয়ে,
আর যেন আসেনা কবিতা আমার!
রচনাকাল : ৬/৯/২০১৯
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।