ভালোবাসার ঝড় থেমেছে মরুময়
তপ্ত বুকে-
চারাগাছ আর পোঁতা হয়নি,
আমি জানতাম
বড় হলেই সে গাছে আবার ফল হবে
আবার একটা ঝড় উঠবে তুমুল।
তছনছ করে দেবে মেঘের অট্টহাসি
ক্ষিপ্র আকাশকে।
আমি মরুভূমি যাইনি কোনদিন
তবে জানি সে দেশের নরম অনুভূতির কথা
সেখানে উষ্ণ বালি ভেদ করে
জন্ম হয় ক্যাকটাসের।
কোন ভালোবাসাই তাই সোজা পথে আসেনা।
প্রেমে পড়িনি আমি-
তবে অনুভব করেছি
বুকের ধুকপুকুনিতে বেরিয়ে আসা
ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের নিঃশ্বাস, আর
স্পর্শের লাজুকতা।
অথচ সমুদ্র দেখেছি, ঢেউ দেখেছি আমি
তোলপাড় করা বুক দেখেছি অকূল দরিয়ায়।
দেখেছি বিদায়ের সন্ধিক্ষণে কতো
ভালোবাসার বিসর্জন।
কবির মনে ক্ষণে ক্ষণে যে পিপাসা থাকে
নাম শিরোনামহীন কবিতার-
দেখিছি তার জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু পর্যন্ত।
জানি আবার একটা ঝড় উঠবে মাঝ দরিয়ায়
নাও ভাঙা মাঝি আমি-
নদী কি কথা শোনে কারো?
সে তো বয়ে যাবেই নিজের খেয়ালে!!
রচনাকাল : ৬/৯/২০১৯
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।