সময়টা আর নেইকো মনে
অনেক দিনের কথা
হিয়ার মাঝে লুকিয়া থাকা
অনেক গোপন ব্যথা।
ছিলাম আমি জীবন পথের
নিরবধির শ্রোতা
অবহেলায় গজিয়ে ওঠা
ছোট্ট তৃণলতা।
যারা ছিল সঙ্গী প্রিয়
সবাই গেছে চলে
শান্তি পেয়ে ঘুমিয়ে ওরা
নীল আকাশের কোলে।
রাতটা আজও পড়ছে মনে
হাতটা ছিল হাতে
নিয়েছিলাম শপথ মোরা
চলবো দুজন সাথে।
পথের মাঝে পথ হারিয়ে
পাইনা তোমার দেখা
অপেক্ষাতে রয়েই গেলাম
আমিই শুধু একা।
বন্ধু আমার আপন কতো
দিয়েছে দূর পাড়ি
তাইতো প্রিয়া রাগ করেছি
তোমার সাথে আড়ি।
ভেবেছিলাম প্রিয়া তুমি
আসবে আবার ফিরে
তৈরি করা ভালোবাসায়
ছোট্ট সুখের নীড়ে।
রাত্রি হলেই দূর আকাশে
তোমায় আমি দেখি
তারার মাঝে একটি তারা
দিচ্ছে আজও ফাঁকি।
রাত পেরিয়ে দিন গড়াল
হারিয়েছি জনভিড়ে
তবুও কেন আলোর মাঝে
আঁধার আমায় ঘিরে।
রচনাকাল : ২৬/৭/২০১৬
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।