কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই প্রকাশিত ৪৩ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ২২৪৩২ জন পড়েছেন।
বৃষ্টি নামে মেঘের পরে
নামছে বৃষ্টি মনে
থামছে না সে কদিন ধরেই
কে কার কথা শোনে।
অঝোর ধারায় শ্রাবণ ঝরে
ভাঙছে মনের বাঁধ
গর্জে উঠে মেঘটা বলে
হয়েছি উন্মাদ।
ঝরছে বৃষ্টি সারা দুপুর
রাত্রি থেকে দিন
তারই কাছে জমা আছে
আমার অনেক ঋণ।