তুমি পাথরের বুকে স্থান দিয়েছ ভালোবাসার । কে বলে পাথরের বুকেও জন্ম হয়না এক বিন্দু ভালোবাসা? একদিন এক ভালোবাসাহীন পাথরকেই তুমি বসিয়েছিলে মনের শূন্যস্থানে দিলে স্পর্শ, জাগালে অনুভূতি তারপর আমি-হীন চিরশয্যা। তোমার বুকের আতরের গন্ধে আমি ধৈর্যের সমুদ্র থেকে সংগ্রহ করতাম পাথর। দামি পাথর না হলেও আমার মতো এক নুড়ি।রচনাকাল : ৬/৯/২০১৯