আমি ক্লান্ত প্রান এক
বহুবার খুঁজেছি তোমায় রুপালী জ্যোৎস্নার
আঁধারী জোনাকি ঘেরা নীল পথে
কেটে গেছে কত রাত, প্রহর শিউলি মালা গেঁথে
নারীর বিহনে
ভালোবাসার প্রান পুরুষের বেশে
আদিগন্ত বিমুগ্ধ মোহনার মিলনে ,
কিছু অভিসার বুকে চেপে গহন পথে
নীহারিকার রঞ্জনরশ্মি প্রভায়, গোপন উৎসে
মিথ্যা গাঁট গোনা আঙুলের অতীতে
পরিযায়ীদের মাঝে , ব্যাস্ত কলমের ডগায়
আমি ক্লান্ত প্রান এক
বহুবার ছুঁতে চেয়েছি তোমার উষ্ণ কোমল হাত
অবলীলায় -
ভালোবাসার প্রান পুরুষের বেশে
সূর্যোদয় , বৈতালী বিকেল হারিয়ে
রুপালী আলিঙ্গনে অন্তহীন ধূপছায়া গোধূলির রঙে
আমি ক্লান্ত প্রান এক।
--------------------------
রচনাকাল : ২২/১২/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।