মনোযোগ দিয়ে আমি,যদি কাজ করি,
তাই যেন সব কাজ, বেশি বেশি পারি।
সবকিছু বড় লাগে চেষ্টা নাহি করি,
সবার পিছনে তবে ছিটে যেন পরি।
মনে প্রাণে খাটি আমি করি সব কাজ,
কিছুতে হইল নাকি কিসে হবে লাজ।
কাজেতে পেরেছে ভাল ভাল জানে সবে,
আলসে দেহ যাহার বড় হয় কবে?।
শরীরের রত লাগে- লাগে সাথে মন,
দুই মিলে কাজ হয়- সহজ সমন।
মনবল ভেঙে যদি- ধরি কারো কথা
পথ যেন কটা হবে- কঠিনের মতা।
ভালো দের কথা আমি- মন দিয়ে শুনি,
সাফল্যর চাবিকাঠি- মনে বীজ বুনি।
কাজ কোনো ছোট নয় যেমনি তাহয়,
সকল কাজের জারি- উচ্চ শীর দ্বয়।
কাজের কথা শুনিলে যার পড়ে বাজ,
কখনো উঠেছে তারি মাথায় কি তাজ?
কাজেরে নিন্দেছে যারা পিছে পড়ে রয়,
লোভ হিংসা তাই যেন তাদের অধ্যায়।
বড় যদি হতে চাই কাজ ভালবাসি,
হতে রাজি কারো আমি,পায়েরও দাসি
রচনাকাল : ২৮/১১/২০১৯
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।