সুখের তরীর মাতাল হৃদয় গান বাজিয়ে একতারা হাতে দিন ভিখারি ফকির বাউল মনের মানুষ খোঁজে নির্জনেতে। গাঁয়ের পথে একলা বাউল গান গেয়ে ফেরে সকাল বিকাল ভবঘুরে বৈরাগী মন কণ্ঠের গান গুরুর ভজন। অচিন পাখীর খোলা বাঁধন প্রেমের ওপার অন্য ভুবন আনন্দ আর বেদনায় গাঁথা বাউল জীবন শত ব্যর্থতা। ঔদাসিন্য ত্যাগে ভরা মন রুপসাগরে সবাই আপন গেরুয়া বেশে ভবের হাটে বাউল ফেরে পথে পথে।রচনাকাল : ২৫/৩/২০১৫