ঠিক ঝড় ওঠার আগের মুহুর্ত,
সেই মানুষটার হাত ধরে রাস্তা দিয়ে হেটে চলা,
আচমকা ঝড়ে উড়বে তার চুল,
চোখে হঠাৎ বেয়ারা ধুলো উড়ে এসে পড়বে,
তুমি ভাববে এবার বৃষ্টি এসে ভেজালে বেশ হয়,
আর ঠিক সেই মুহূর্তেই মরসুমের প্রথম বৃষ্টি এসে ছুঁয়ে যাবে দুজনকে।
আচমকা সেই বৃষ্টি থেকে বাঁচাতে দুজনেই একটা ছাউনি খুঁজবে তখন -
গাছের তলা সাক্ষী হবে তোমাদের আদরবাসার।।
বৃষ্টি থামার সাথে সাথেই বাড়ি ফেরার তাড়া,
ফেলে আসা কাজগুলো হাতছানি দেবে ঠিক তখনই,
মন না চাইলেও যে ফিরতেই হবে,
মনে হবে আর একটুক্ষণ বৃষ্টিটা হলে বেশ হতো।
দূরে কোথাও সেই গানটা বাজবে
'আভি না যাও ছোড়কর কে দিল অভি ভরা নেহি'
বাড়ি ফেরার পর কাজের ফাঁকে হঠাৎই তার কথা মনে পড়বে,
ঠোঁটের কোণে লজ্জামাখা হাসি ফুটবে এক চিলতে ।
স্বপ্নটা ঠিক এই মুহুর্তেই থমকে গেলে বেশ হতো,
কারণ......
রচনাকাল : ২৪/১১/২০১৯
© কিশলয় এবং দেবারতি নন্দী ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।