আকাশ জুড়ে বয়েছে পবন, ভূমি থেকে মন ছুঁয়েছে গগন। সূর্যি মামা দিয়েছে উঁকি , উঠতে যে কেউ নেই কো বাকি। পূর্ণ হলো রবির ওঠা, তাইতো চাষির মাঠে ছোটা। বলদ জোড়া দিয়ে জুড়ে, যায় চলে যায় কোন সে দূরে। মুড়ি জল নিয়ে মুড়ে, গান ধরেছে প্রাণের সুরে। গানের সুরে মনের কথা, বেদনা আছে নেইকো ব্যথা।রচনাকাল : ৩/১২/২০১৯
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।