*** "ভক্তির প্রতীক্ষা" ***
_______ :-) "সুজন রায়"
হৃদয়ে জন্ম হৃদয়েই বাস, সদা ভক্তি রেখেছ মনে ,,,
আকুল বেদনায় বসিয়া অজানায়, তোমার দর্শনে ...
সৃষ্টি তোমার সকলি আমার, প্রাণ জুরিয়ে যায় ,,,
পাপী এই মন তব দর্শন, কভু কখনও যদি পায় ...
যত পাপ তাপ হয় অনুতাপ, তবু পাই নি তোমার চরন ,,,
সেজে সন্যাস দাও দেখা আজ, আসুক সাধের মরন ...
ডাকি দিনক্ষণ হে মহাজন, পাই নি তোমার দেখা ,,,
পাবো কি চরন ওই দর্শন, কি জানি কপালে লেখা ...
পুজিব চরন করিব স্মরণ, কভু যদি দেখা মেলে ,,,
আমি অভাগা দাও তুমি দেখা, হারিয়ে কোথা গেলে ...
তোমারি সকাশে দিন যায় হেসে, তোমারি করুনা লাগি ,,,
মনে বড় সাধ তব আশীর্বাদ, পায় কভু যদি মাগী ...
কেঁদে যাই শুধু চারিদিকে ধু-ধু, কোথাও তুমি নাই ,,,
যেথায় থাকো যেভাবে থাকো, শেষ দিনে যেন পাই ,,,
এই আশা নিয়ে দিন যায় বয়ে, তবুও সদা শুধু বলি ,,,
হোক বর্ষণ পাবো দর্শন, মনে আশা নিয়ে পথ চলি ...
রচনাকাল : ১/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।