ফুচকা
গোল গোল ফুলকা
রাস্তায় ফুচকা
গোলগাল গোলগাপ্পা
হালকা পলকা
পলকে গেলা যায়
গিলে ফেলে পলকে
পলাতক ক্লাস থেকে
চোখের পলকে
কলেজের ছেলেমেয়ে
একভাবে থাকে চেয়ে
চেয়ে থাকে একটানা
ফুচকার দিকে
কখন যে ফাকা হবে
ভীড়টির খালি হোয়ে
ছিড়বে কি সিকে?
দেহাতিটা হাত দিয়ে
হাতটাকে গুলে দিয়ে
মালসার জলে
কলেজের এককোণা
ফুচকার জল নোনা
তেতুলের সাথে সাথী
বিটনুন মেলানো
তার সাথে বেশ কোরে
ঝাল মশলা গোলানো
গামছাটা দেখলেই
গা ওঠে গুলিয়ে
গামছাটা ময়লা
তেলচিটে নোংরা
জীনস টীনস টিন এজ
মুখগুলো গোমড়া
হাতে নিয়ে শালপাতার
শালপাতার বাটি
বাটি হাতে মেয়ে যত
দেহাতিকে ঘিরে
টপাটপ ফুচকা
মুখে দেয় পুরে
রাস্তার ফুচকা
খাওয়া মোটে ভালোনা
স্বভাবটা ভালো নয়
যতই না বলোনা
সুশোভন গাঙ্গুলী
রচনাকাল : ৪/৪/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।