বল না মা কখন হবে ছুটি? ছুটির কথা শুনলে পরে মনটা দেয় আনন্দে লুটি ... কিন্তু কোথায় আমার ছুটি !! বয়েস যখন দুই, স্কুলে ভর্তি হই। যখন আমার খেলার বয়েস আমি যাই স্কুলে শুনতে মিসের ভয়েস বুঝি না কি লেখাপড়া তবু ও মায়ের শুরু পড়া ধরা। খেলতে গেলেই মা দেয় বকা আমার তো কোনো নেই সময় ফাঁকা। আঁকা শেখা নাচ শেখা পড়া শেখা মন বলে চল পালাই, নেই কারো কথা শোনার বালাই। মাঝে মাঝে ফাঁকতালে মোবাইল ঘাঁটি, কখন তা নেবো সেই ফন্দি আঁটি।। ******ঝিমলি******রচনাকাল : ২৪/১১/২০১৯
ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত।