তোমার বুকের ভিতর যে ঝর্ণা আছে,
আর আছে যে খরস্রোতা নদীটি,
আমার বিস্তীর্ণ বুক জুড়ে অবিরাম ঝরে পড়ে
তোমার এই উন্মত্ত ঝর্ণা,
মনের সকল নিবিড় উপত্যকা ভাসিয়ে
বয়ে চলে তোমার যুবতী নদীটি,
রাত্রি তখন প্রেয়সী আবরণ খুলে আল্পনা
আঁকে ষোড়শী চাঁদের বুকে,
বসন্তে তখনো ঝরা ফুলের নীরবতা।
অথচ মেঘেদের যে চিঠি লিখি আমি চুপিচুপি
এরা সবাই তোমার খবর নিয়ে আসে।
একগুচ্ছ প্রেমপত্র হাতে
তোমার দুচোখ জুড়ে জেগে উঠেছে যে মস্ত
উপন্যাস আজ,
হয়তো তা লেখা হয়েছিলো
এমনই কোন এক মেঘাছন্ন দিনে।
রচনাকাল : ১৫/১২/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।