• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



খুন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ১৯৬৫৪ জন পড়েছেন।
অভিলাষের চুম্বনোদ্যত ঠোঁট দুটো এগিয়ে আসছে লুসির দিকে। গভীর মদির চুম্বনে তারা পরস্পরের কন্ঠলগ্ন। লুসিকে পাঁজাকোলা করে সে ফেলল তার সাদা শুভ্র বিছানায়। এই বিছানাতেই কদিন আগে সে দুই হাতে জোর করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে তার নিষ্পাপ সরল স্ত্রী নন্দিতাকে। অভিলাষের কলিগ লুসির সঙ্গে অভিলাষের অবৈধ সম্পর্কটা জেনে গেছিল নন্দিতা। রাগে দুঃখে শোকে অপমানে অভিলাষের সঙ্গে রাতের পর রাত ঝগড়া করেছে, চোখের জল ফেলেছে নন্দিতা। সে তো কখনো অভিলাষকে ঠকায়নি। পতি পরমেশ্বর মেনে মন দিয়ে তার সংসার করেছে। অভিলাষের কাছে গিয়ে দারুণ অভিমানে যন্ত্রণায় নন্দিতা সওয়াল করেছে,

-শুধু শরীর ,শরীর,শরীর?তোমার কি মন নেই অভি?

আপদ বিদায় করতেই এই বিছানাতে শ্বাসরোধ করে নৃশংস কঠিন হাতে নন্দিতা কে খুন করেছে অভিলাষ। সেই বিছানায় শুয়ে আছে লুসি,হাতে ওয়াইনের এর গ্লাস। ঠোঁটে লাস্যময়ী হাসি। অভিলাষের  চোখদুটো কামার্ত শিয়ালের মত দেখাচ্ছে। কিন্তু আজ যে বিছানাতে শুয়ে আছে তার শরীর লুসির হলেও সে কিন্তু আসলে নন্দিতা। তার খুনের প্রতিশোধ নিতে লুসির শরীরে প্রবেশ করেছে সে। এই নিষ্ঠুর খুনি অভিলাষ কে আজ শাস্তি দেবে মৃত্যু চুম্বনে। আদরের অছিলায় গলায় ফুটিয়ে দেবে সুতীক্ষ্ণ নখের মতো ধারালো দুটো দাঁত। যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বে অভিলাষ। অতৃপ্ত আত্মার ঠোঁট বেয়ে চুইয়ে চুইয়ে পড়বে বিশ্বাসঘাতক অভির রক্ত। খুনের বদলা খুন। সুতীক্ষ্ণ নখওয়ালা হাত দিয়ে অভিলাষের শার্টের বোতামগুলো খুলে ফেলল লুসি। অভির সুঠাম শরীর। নগ্ন  রোমশ বুক,ঘাড়,পিঠ। লুসির
শরীরে ভর করা নন্দিতার অতৃপ্ত আত্মা জেগে উঠল।
অভিলাষের গলায় চুমুর অছিলায় তার ভয়ঙ্কর ধারালো দুই দাঁত ফোটাতে যাবে, এমন সময়.....

এই অব্দি লিখে শংকরবাবু কে উঠে যেতে হল। ওপার থেকে ক্রমাগত বাঁজখাই বামা কন্ঠে ডাক আসছে

- "কি হলো কথা কানে যাচ্ছেনা ?আর কতবার বলবো খেতে এসো? ভাত তরকারি মুনে বসে আছি কখন থেকে। এই সব পুরুষ মানুষের জন্য জীবনটা কয়লা হয়ে গেল গো।"

শংকর বাবু ডায়েরিটা বন্ধ করলেন। হাঁক দিয়ে বললেন,

"যাচ্ছি  গো গিন্নি যাচ্ছি।"

তার গিন্নিকে তিনি আবার বড্ড ভয় পান। যা দজ্জাল মহিলা, তার উপর আবার খানদানি মেজাজ। হয়তো এক্ষুনি বলে বসবে,-- "হতভাগা মিনশে হাত পুড়িয়ে রান্না করে হাঁ করে বসে আছি, খেতে আসার নাম নেই কো? আজ সবকটা কে খুন ই করে ফেলবো"।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 53  China : 22  France : 1  Germany : 5  Hungary : 2  India : 385  Ireland : 71  Philippines : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 2  Sweden : 9  Ukraine : 14  United States : 695  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 53  China : 22  
France : 1  Germany : 5  Hungary : 2  India : 385  
Ireland : 71  Philippines : 1  Russian Federat : 2  Saudi Arabia : 2  
Sweden : 9  Ukraine : 14  United States : 695  
লেখিকা পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
খুন by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৭৬৫৭০
fingerprintLogin account_circleSignup