অভিলাষের চুম্বনোদ্যত ঠোঁট দুটো এগিয়ে আসছে লুসির দিকে। গভীর মদির চুম্বনে তারা পরস্পরের কন্ঠলগ্ন। লুসিকে পাঁজাকোলা করে সে ফেলল তার সাদা শুভ্র বিছানায়। এই বিছানাতেই কদিন আগে সে দুই হাতে জোর করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে তার নিষ্পাপ সরল স্ত্রী নন্দিতাকে। অভিলাষের কলিগ লুসির সঙ্গে অভিলাষের অবৈধ সম্পর্কটা জেনে গেছিল নন্দিতা। রাগে দুঃখে শোকে অপমানে অভিলাষের সঙ্গে রাতের পর রাত ঝগড়া করেছে, চোখের জল ফেলেছে নন্দিতা। সে তো কখনো অভিলাষকে ঠকায়নি। পতি পরমেশ্বর মেনে মন দিয়ে তার সংসার করেছে। অভিলাষের কাছে গিয়ে দারুণ অভিমানে যন্ত্রণায় নন্দিতা সওয়াল করেছে,
-শুধু শরীর ,শরীর,শরীর?তোমার কি মন নেই অভি?
আপদ বিদায় করতেই এই বিছানাতে শ্বাসরোধ করে নৃশংস কঠিন হাতে নন্দিতা কে খুন করেছে অভিলাষ। সেই বিছানায় শুয়ে আছে লুসি,হাতে ওয়াইনের এর গ্লাস। ঠোঁটে লাস্যময়ী হাসি। অভিলাষের চোখদুটো কামার্ত শিয়ালের মত দেখাচ্ছে। কিন্তু আজ যে বিছানাতে শুয়ে আছে তার শরীর লুসির হলেও সে কিন্তু আসলে নন্দিতা। তার খুনের প্রতিশোধ নিতে লুসির শরীরে প্রবেশ করেছে সে। এই নিষ্ঠুর খুনি অভিলাষ কে আজ শাস্তি দেবে মৃত্যু চুম্বনে। আদরের অছিলায় গলায় ফুটিয়ে দেবে সুতীক্ষ্ণ নখের মতো ধারালো দুটো দাঁত। যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বে অভিলাষ। অতৃপ্ত আত্মার ঠোঁট বেয়ে চুইয়ে চুইয়ে পড়বে বিশ্বাসঘাতক অভির রক্ত। খুনের বদলা খুন। সুতীক্ষ্ণ নখওয়ালা হাত দিয়ে অভিলাষের শার্টের বোতামগুলো খুলে ফেলল লুসি। অভির সুঠাম শরীর। নগ্ন রোমশ বুক,ঘাড়,পিঠ। লুসির
শরীরে ভর করা নন্দিতার অতৃপ্ত আত্মা জেগে উঠল।
অভিলাষের গলায় চুমুর অছিলায় তার ভয়ঙ্কর ধারালো দুই দাঁত ফোটাতে যাবে, এমন সময়.....
এই অব্দি লিখে শংকরবাবু কে উঠে যেতে হল। ওপার থেকে ক্রমাগত বাঁজখাই বামা কন্ঠে ডাক আসছে
- "কি হলো কথা কানে যাচ্ছেনা ?আর কতবার বলবো খেতে এসো? ভাত তরকারি মুনে বসে আছি কখন থেকে। এই সব পুরুষ মানুষের জন্য জীবনটা কয়লা হয়ে গেল গো।"
শংকর বাবু ডায়েরিটা বন্ধ করলেন। হাঁক দিয়ে বললেন,
"যাচ্ছি গো গিন্নি যাচ্ছি।"
তার গিন্নিকে তিনি আবার বড্ড ভয় পান। যা দজ্জাল মহিলা, তার উপর আবার খানদানি মেজাজ। হয়তো এক্ষুনি বলে বসবে,-- "হতভাগা মিনশে হাত পুড়িয়ে রান্না করে হাঁ করে বসে আছি, খেতে আসার নাম নেই কো? আজ সবকটা কে খুন ই করে ফেলবো"।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।