আমার সেই পুষে রাখা অতৃপ্ত স্বপ্নটা
বুক চিতিয়ে বলেছিল একদিন
ওটা প্রেম না, আগ্নি আহার।
অগুন্তি ভাবনার ছায়াগুলো ভিড় করে
কেঁদেছিল একদিন আকাঙ্ক্ষায়,
অস্পষ্ট হলেও সে প্রতিধ্বনি
কানে আসে আজও।
সেই সাদামাটা স্বপ্নটা আমার-
গেরুয়া বস্ত্র পরবো
হাতে তুলে নেবো কামের ডালা।
শুদ্ধ গঙ্গাকে অপবিত্র করবোনা বলেই
ভাসাবো কোন এক অশ্লীল নগ্ন
মেয়ের বুকে।
পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা
ওই চিরকুমারী মেয়েটি।
ও প্রেম চায়না, চায় অনন্ত যৌবন।
ওর যুবতী বুকে খিদেরা বিদ্যুতের মতো
ছুটে আসে আমায় খেতে।
লক্ষ হাজার আলোকবর্ষ পেরিয়ে
একটি বার নিমন্ত্রণ জানাতে আমায়।
আমি আর নগ্ন হতে চাইনা
তোমার কাছে। যুদ্ধের সাথে বন্ধুত্ব
করতে চাইনা আর।
এতো রং চাইনা জীবনে আমার
বেছে নেবো শুধু একটা,
অচেনা অজানা এলোমেলো কিছু।
আমার সেই পুষে রাখা অতৃপ্ত স্বপ্নটা
বুক চিতিয়ে বলেছিল একদিন
ওটা প্রেম না, আগ্নি আহার।
রচনাকাল : ৬/৯/২০১৯
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।