একদিন পথ হারাবো আমি
ছুটে যাবে ভাবনারা প্রাণপণে
দশ দিকের যে দিকে মন চায়।
সাথে নেবো গায়ে পড়ে যেতে চাওয়া
সুদূর বাঁকা পথটাকে।
তুমি খুঁজো না আমায়-
লিখিয়োনা নাম ভুয়ো তালিকার
নিখোঁজের পাতায় -
যদি না ফিরি সে রাতে।
জ্যোৎস্নার রহস্য খুঁজতে গিয়ে হটাত যদি
কোনদিন মনে পড়ে আমায়
জ্বলে ওঠা স্তব্ধ তারাদের দেখে,
তুমি হয়তো চিনবে না আমায়
লক্ষ তারার অভিন্ন চেহারার মাঝে।
আমিই ঠিক চিনে যাবো তোমায়।
একদিন পথ হারাবো বলেই
টুকরো শোলার মতো হয়তো
জেগে থাকবো তোমার বুকে।
নয়তো বা নাবিক বিহীন জাহাজের মতো
ভাসিয়ে দিয়ো আমায়
তোমার চোখের গভীর সমুদ্রে।
মনের দ্বীপে একগলা জল যদি ঘিরে ধরে
চারিদিক থেকে-
যদি কোনোদিন দুরন্ত ঘূর্ণিঝড়
ধেয়ে আসে তার স্বরূপ নিয়ে,
তবে জেনো বদলেছ তুমি।
বদলেছে অন্তরের খানিকটা ভুল করে
পথ হারিয়ে।
একদিন পথ হারাবো আমি।
----------------------
রচনাকাল : ২৫/১০/২০১৫
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।