পড়ন্ত বিকেলে গোধূলির আলো নিভে এলে
কখনো কখনো নিজেকে অচেনা লাগে নিজের
মনে হয় রাত নামবে ,
নিঃসঙ্গ অন্ধকারে দেখতে পাবো
আমার ভিতরের লকলকে জিভটা
যা তোমার কাছে একদম অচেনা।
তোমারও কি মনে হয়না কখনো
আমার আরও একটা রূপ আছে
যার সাথে চেনা মানুষটার একটুও মিল নেই,
যে এতো এতো রাগ,অভিমান পুষেছে দুরন্ত
কালবৈশাখীর বুকে,
উন্মত্ত হয়ে মাতালের মতো পরিত্যক্ত বিকেলে
বৃষ্টি হতে পারে সে
বসন্তকে দুহাতে নিয়ে পার হতে পারে সে
সাতটা সমুদ্র ও তেরোটা নদী।
কখনো কখনো মনে হয় পরাজয়ের
শেষ সীমানায় এসে দাঁড়ালাম-
কাকভেজা হয়ে ভিজেছে আমার সঞ্চয়ের
তেইশটা বসন্ত।
কলঙ্কের রাতে স্বপ্নের মতোই যেদিন ডুব দিই
তোমার শরীর থেকে উঠে আসা
প্রণয়ের ঢেউয়ে,
বলো তখন কি একটুও অচেনা লাগেনা আমায়।
রচনাকাল : ২৬/৭/২০১৬
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।