কখনো কি দেখেছো নীল আকাশের মুখ থেকে ঝরে পড়া ফ্যাকাসে হাসি, আর দিনের ব্যাস্ততার শেষে শান্তিতে ঘুমিয়ে পড়া সব আলোদের। আগুনে জ্বলে ওঠে প্রদীপের শিখাটি আর প্রেমে পড়া ছেলেটিই শুধু জেগে থাকে প্রতিটি রাতে, নদীও বয়ে চলে, ঢেউও ফিরে আসে নির্জন সৈকতে। শুধু পথিক তার পথ হারায়। আমি পথিকের মতোই ঘর বাঁধি পথে, পথ হারাই, আবার পথ খুঁজি, শুধু প্রেমে পড়া ছেলেটিই জেগে থাকে কখনো দেখেছো কি?রচনাকাল : ১৬/৬/২০১৭