কিছু কথা নাহয় না বলাই থাক
নাইবা বলা হল সেসব কথা,
যে কথাগুলো এমন মন কেমন করা
বিকেলের এক পশলা বৃষ্টি মেখে
শুধুমাত্র বাক্সবন্দি হয়েই পড়ে রয়েছে কত কাল,
অজস্র গোলাপের পাপড়ি ছড়ানো
প্রেয়সীর চিঠি হয়ে সে কথাগুলো
তোর কাছে কোনোদিন পৌঁছবেনা,
তোর কোনোদিন জানাও হবেনা,
এমন মন খারাপের বিকেলগুলোয় কেউ তোকে খুব চেয়েছিলো,
সমাজের সব বেড়াজাল পেড়িয়ে
তোর চোখে ডুবে যেতে চেয়েছিলো,
তোর নিঃশ্বাসে মিশে যেতে চেয়েছিলো সে।
নাহ্! তুই সেসব জানতে চাসনি,
ব্যস্ততার অজুহাতে মুখ ফিরিয়ে নিয়েছিস বারবার।
তাই আর বলা হয়নি
তোর ওই গভীর চোখ, তোর নিষ্পাপ মন,
আর তোর ভীষণ অগোছালো "তুই"টাকে
সে কতখানি ভালোবেসেছে,
আর তোর সযত্নে এড়িয়ে যাওয়া কতটা রক্তাক্ত করেছে তাকে।
শুনবি যে, তোর সে সময় কোথায়!
তাই সেসব কথা নাহয় না বলাই থাক।।
রচনাকাল : ২৪/১১/২০১৯
© কিশলয় এবং দেবারতি নন্দী ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।