অনেক পথ হেটেছি
হাটা হয়নি তোমার সাথে।
অনেক কথা জমিয়েছি
বলবো বলে তোমার তরে।
তুমি ডেকেছিলে কাক ডাকা ভোরে
আমি তখন বিশাল ঘুমে,
আবছা আলোয় খোঁজতে চাইনি তারে
ঘুম ভেঙ্গে সকাল হলে।
খোঁজে ফিরি তোমায়,
কথা জমিয়ে রাখার বাক্সটা
আজ ফুলে ফেপে উঠছে,
আঁকা বাকা পথগুলো ও,
আজ তোমার ছায়া খুজছে..।
তোমার নিরবতায় বেলকোনিটাও হতাশ,
কানে কানে কি যেনো বলে যায় দক্ষিনা বাতাস।
তোমার শূন্যতায় ব্যাকুল হয়েছে পড়ন্ত বিকেলটা,
সন্ধ্যা তারারা ও তোমাকে চাই,
সন্ধ্যা নামার সাথে সাথে।
রাতের আকাশ বিশালতায়,
তোমাকে চাই অমানিশাতে।
তোমার শূন্যতায় নিমগ্ন আকাশ
বিষন্ন মেঘের আড়ালে,
এ কেমন বিষন্নতা তুমি,
সবার মাঝে ছড়ালে।
রচনাকাল : ৫/১২/২০১৯
© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।