গহীন আঁধারে দুচোখ ঝাপসা হয়ে এলে
তোমার কথা মনে পড়ে।
কেমন করে নদীর মতো বয়ে গেছে স্মৃতি,
কেমন করে জোছনার রাঙা ঠোঁট
চুরি করেছে চাঁদের অলংকার,
মনে পড়ে।
যেদিন তোমার গাওয়া অন্তরাটুকু- হাজারো গান,
হাজারো মান অভিমানের ভিড়ে
শ্রেষ্ঠ জায়গায় করেছিলো তার একছত্র আধিপত্য,
সেদিন তুমি সন্ধ্যাতারা হতে চেয়েছিলে
চেয়েছিলে নদীর সাথে ভাব জমাতে,
নদীকে প্রণয়ের গল্প শোনাতে, গান গাইতে,
মনে পড়ে।
আমি সেদিন ক্লান্তির ভিড়ে রেখেছি দীর্ঘশ্বাস,
স্বপ্নের ঢেউই খুঁজেছি যৌবনের প্রবাহ।
শৈশব থেকে যৌবনের মাঝে
কৈশোরে যে পাহাড়টা পূর্বরাগ ছড়াত তার শিখরে
এখন সেখানে শূন্যতার প্লাবন নামে,
মনে পড়ে, সবই মনে পড়ে।
রচনাকাল : ১৫/১২/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।