চেনা অচেনা মনি রায় ঘোষ শুধু তার রাগ টাই চোখে পড়ে, চোখে পড়ে তার খামখেয়ালিপনা। একবার কাছে টেনে দেখতে যদি হয়ত চোখে পড়ত তার অশ্রু কনা। দেখলে শুধু তার বদমেজাজি স্বভাব। চোখের দিকে চাইতে যদি, বুঝতে হয়ত কিসের তার অভাব। একবার তার রাগ,জেদ,আর অভিমান টুকু আড়াল করে, যদি জড়িয়ে ধরতে শক্ত করে। তবে ঠিক বুঝতে , এক মূহুর্ত বাঁচার জন্য সে প্রতি মূহুর্তে মরে।রচনাকাল : ১১/১২/২০১৯
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।