কেউ তো নেই তোমার মতো
তোমার মতো কোন প্রেমী হয়না-
তোমার চোখের আলোয় যে পথ দেখেছি আমি
ঢেউ তুলেছি দুরন্ত সাগরের বুকে,
আমার থেমে যাওয়া পথটা কোথাও যেন
মোড় নিয়েছিলো হটাত বহুদূর অজানায়।
পথের পর স্তব্ধতা,
আর স্তব্ধতার পরের পথটা –
আলো থেকে মিশেছে আঁধারে,
অশান্ত ঢেউয়েরা আছড়ে মরেছে
বা বেঁচেছে ব্যাকুলতায়।
কখনো পথ শেষে,
পড়ে রয়েছিলাম অসমাপ্ত একলা আমি,
আজ একগাদা পথ ভিড় করেছে দুচোখের পাতা জুড়ে
অথচ ক্লান্ত নিঃশেষ আমি।
আঁধার থেকে আলোয় আসতে
ক্রমশ কুৎসিত হতে হতে
হয়েছি কয়লার মতো কালো।
ভালোবেসে যৌবনের ফোঁটা ফুলে
আজ নাম নেই কোন, নেই কোন গন্ধ
নেই পাপড়ির সজীবতা।
এখন আর ঢেউ ওঠেনা সাগর পাড়ে,
মোহনায় নদী মিশে পূর্ণতা পায়না সে প্রেমে
শুধুই অদূরে দাঁড়িয়ে সাধের মোহনা।
একসময় মাঝি হয়ে ভালোবাসার বড় বড়
ঝড়,ঢেউ আগলেছি বুকে,
মাঝ নদীকেও তাই ভয় হয় না আমার,
এখন মনে হয় শৈশবটাই
বড় ভালো ছিলো আমার কাছে-
সূর্যোদয় নয় গোধূলি বড় কাছের আমার
আঁধারের নিস্তব্ধতা বড় ভালো লাগে আমার এখন।
কখনো কখনো মনে হয়
তোমার মতো কোন প্রেমী হয়না!!
রচনাকাল : ১৬/৬/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।