সূর্যের অবিশ্রান্ত উজ্জ্বল আলোয় ঝরে পড়ে রামধনুর সাত রংয়ের আলো।
সোনালী আলোর খেলা চোখের চারপাশের অঞ্চল জুড়ে।
প্রথম থেকে শেষ পর্যন্ত কি অচ্ছেদ্য বন্ধন,
দুহাত দিয়ে আগলে রাখার পরম আকুতি।
প্রজাপতির ডানায় ভর করে সূর্যাস্ত হয়।
আকাশের খামে ভরা থাকে মেঘের গোপন চিঠি।
পাখির ডানায় থাকে ঝড়ের হিসেব।
নির্জনতার সন্নিবেশে চলে ভাবের আদান - প্রদান।
কৃষ্ণচূড়ার সমস্ত লাল রংয়ের দহন চুইয়ে কার্নিশ বেয়ে সন্ধ্যা নামে।
অভিসারের প্রথম রাত্রির মতো নীল গদ্যময়, সরল কিন্তু রোমাঞ্চে ভরা,
রাতের গভীরে অন্ধকারের সাথে চলে নক্ষত্রদের লুটোপুটি খেলা।
উপন্যাসের পাতা ছুঁয়ে অবিশ্রান্ত বৃষ্টি নামে,
রাতের অন্ধকার সরিয়ে রেখে দিনের আলোর মত ঝাঁপিয়ে পড়ে সহস্র সুখানুভূতি।
অভিমানের উঠোন পেরিয়ে শত সহস্র শ্রাবন ঢুকে পড়ে মনের গহীন গোপন অন্তরে।
শুরু হয় অনুভূতির সাতকাহন।
বিরহের না পাওয়াগুলো কোথাও অজান্তে হৃদয়ের দেয়ালে এসে ঘূর্ণিঝড়ের মত পাক খেয়ে আছড়ে পড়ে।
অনুভবের ঘরে চলে নিঃশব্দ একান্ত আপনের বর্ষন।
রচনাকাল : ২১/১১/২০১৯
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।