এখনো ফুরায়নি রাত
অথচ সূর্য প্রস্তুত মেঘমালার পর্বত সরিয়ে
ভালবাসার দোয়ার খুলে দিতে
প্রতিদিনের মতো,
শিউলির এখন ঝরে পড়ার সময়
জীবন্ত ঘাসের বুকে নিস্তেজ দেহ এলিয়ে!
অপেক্ষায় প্রহর ফেলে বিরামহীন নিঃসঙ্গ চাঁদটা বিদায় নিলে
মনের একাকী ক্যানভাসে কি আদৌ ফোটে
কুঁড়ি থাকা সুগন্ধি গোলাপটা-
প্রতীক্ষার এই রাত শেষে?
কখনো কখনো মনে হয় এই যে গোলাপ,
এতো ভালোবাসা,আমি-তুমি এই সবই কি স্বপ্ন?
এসবও কি শেষ হয়ে যায় বালির বাঁধের মতো
কিংবা তাসের ঘরের মতো
কোন এক ইতিকা বেলায়
বা ভোরের প্রথম আলো উঠে এসে!
মাঝে মাঝে মনে হয় এতো এতো লম্বা সব
দূরত্বের মাঝে প্রকাণ্ড আকাশটা
দাঁড়িয়েছে বাধা হয়ে নির্লজ্জের মতো,
মেঘেরা রণসাজে সেজে প্রস্তুত,
আর তুমি কোন দূরে দাঁড়িয়ে অভিমানী
ঠোঁট ফুলিয়ে।
যেন সাগরের এপারে আমি-
ওপারে তোমার নীল ব্যবধান
যা নিরন্তর হাতছানি দিয়েছে আমায়,
ছুঁতে গিয়েও ছুঁতে পারিনা যা
গভীর প্রতীক্ষার এই রাত শেষে!
রচনাকাল : ২৬/৭/২০১৬
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।