বাবা মা মৌসি
শীতের এ মরশুমে
মরশুমী পরিবেশে
সপরিবারে বাসে চেপে
সোয়েটার চাপিয়ে
সোজাসুজি চলে যায়
স্কোয়ার ডালহৌসি
ডালহৌসী স্কোয়ারে
যায় জেনো শেয়ারে
শেয়ারের ট্যাক্সি
ট্যাক্সিতে সিনেমাতে
সিনেমা প্রতিদিন
প্রত্যহ তিন শো
মেট্রো বা রক্সি
রক্সির সম্মুখে
পুরাতন রেস্তোরা
রেস্তোরাঁ রিজেন্ট
রেস্তোরাঁর অন্দরে
আলোআধারির খেলা
জমে রয় জমজমাট
জম্পেশ পরিবেশে
নন ভেজ নিরামিষের
এক অদ্ভুত সেন্ট
খেয়ে খানা চয়েসি
বাবা মা মৌসি
শীতের এ মরশুমে
মরশুমী পরিবেশে
সপরিবারে ফিরে এসে
সোজা ডালহৌসি
সুশোভন গাঙ্গুলী
রচনাকাল : ৪/১/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।