যুগ পাল্টায়
মানুষ কি পাল্টায়??
সময় পাল্টায়
সমাজ তো পাল্টায় না!!
শহরের উন্নয়ন তো ঘটে, কই মানুষের মানসিকতার উন্নয়ন তো ঘটে না!!!
সূর্য উদিত হয়, শহর জুড়ে আলোর খেলায় মাতিয়ে দেয়, সেই সৌন্দর্য পূর্ণ শহর সেরার স্বীকৃতিও পায়,
কিন্তু, সেই শহরের রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো আজও কেন দাঁড়িয়ে থাকে একের পর এক ক্ষত নিয়ে??
যেখানে দশ বছর আগে নিস্তব্ধ অন্ধকারময় শহরে কিছু লোভী পশুর শিকার হতে হয় এক নারীকে..যারা তার শরীর টা কে ক্ষুধার্ত পশুর মতো ছিন্নভিন্ন করে গ্রাস করেছিল...
মুহূর্তের জন্য ভুলেও গিয়েছিল তারা যে, তাদের বাড়িতেও মা বোন আছে...তারাও রাস্তায় বের হয়..এই অন্ধকার জগৎ তা তাদের ও খুব প্রয়োজনে রাস্তায় বের করে আনে..
সব কিছু ভুলে গিয়ে তারা সেই শরীর টা কে আনন্দের সাথে গ্রাস করতে থাকে।
অবশেষে দেখা যায় ওই মেয়েটিই ছিল হয়তো কারোর মেয়ে, কারোর বা বোন, কারোর স্ত্রী ,কারোর বা মা
যারা অপেক্ষা করছিল দিনের শেষ মুহূর্ত টির জন্য যখন মেয়েটি বাড়িতে এসে তার আপনজনের মুখে হাসি ফোটাবে।
কিন্তু সেটা তো নরোখেকোগুলো ভুলে গিয়েছিল মুহূর্তের জন্য।।
এরূপ মর্মান্তিক ঘটনার জন্য শহর নিমগ্ন থাকে নীরবতা পালনে
হয়তো কিছুদিন মোমবাতি মিছিলে মুখে কালো কাপড় বেঁধে হাঁটাও দেয়
কিন্তু সে কতদিন??
আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় আগের মতো
পাতা গুলো পুরোনো হয়ে যায় মুছে যায় সব, শুধু ল্যাম্পপোস্ট তা পরে থাকে ক্ষত নিয়ে এক অপরাধবোধ আর ভয় নিয়ে কবে আবার না পুনরাবৃত্তি ঘটে..
একসময়ের মোমবাতি মিছিলের ও কোনো লাভ থাকে না, লাভ থাকে না কোনো প্রতিবাদের..
আবারও এক রাতে নিস্তব্ধ শহরের কোনো এক গলিতে,
হয়তো বা সেই ল্যাম্পপোস্ট এর নিচেই কিছু হায়নার দল নিজেদের তৃষ্ণা মেটায় আরো একবার...
আবারও একবার প্রশ্ন ওঠে কলমের কালির মোটা হরফে
শহর পাল্টালেও সমাজ কেন পাল্টায় না??
কেন পাল্টায় না তার দৃষ্টিভঙ্গি??
কেন মানসিকতা গুলো উন্নয়নের সত্যে তাল মিলিয়ে চলতে পারে না??
কেন উন্নত মন টা থাকেনা??
কেন মানসিকতা গুলো সাংকেতিক নিদর্শন দেয়????
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।