ও আমার ছোটো বাবুই পাখি
তাল বনেতে ফুড়ুত ফুড়ুত আমায় ধরা দিবি?
খড়ের কুটো, টুকরো ঘাসে নিপুণ কারিগরি
তোর যে কলসি রুপী বাসা
মেঠো বাঁকা- রাঙা পথে তালগাছে তোর ছানা।
ও আমার ছোটো বাবুই পাখি
সকাল বেলায় কিচিরমিচির মোহিত চোখে দেখি।
প্রবল ঝড়ে বিঘ্ন ঘটে ভাঙল সুখের নীড়
প্রভাত ঘুমে উঠেই আমার চক্ষু হল স্থির।
হায়! মেঘলা দিনের কৃতঘ্ন শোকে ভাসিয়ে দুচোখ-
উড়লি রে তুই কোথায়? মিলিয়ে দিয়ে ডানা
উড়লি গগন মাঝে।
তুই বাঁধলি কোথায় নীড়?
ও আমার ছোটো বাবুই পাখি
আমার ছোটো প্রেমের আশা
নীল অম্বর গগন পরে পাইনা যে তোর দেখা
ও আমার ছোটো বাবুই পাখি।
-----------------------------------
রচনাকাল : ২২/১২/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।