সব না মানেই তো না হয় না
সব হ্যাঁ মানেও তো না হয় না
সব রাত্রি তো আলোও পায় না
সব সকালই সূর্য দেখে না
সব উল্কাও পৃথিবী পায় না
সব পূর্ণও সম্পূর্ণ হয় না
সব পাওয়াও তো পাওয়া হয় না
সব চাওয়াও তো চাওয়া হয় না
সব শহরেও আলো জ্বলে না
সব মেঘেও বৃষ্টি আসে না
সব বসন্তেও কোকিল গায় না
সব কিছুতেই কিন্তু কিছুই হয় না
সব সত্যও তো সত্য হয় না
সব মিথ্যেও তো মিথ্যে হয় না
সব প্রেমেও তো প্রেম থাকে না
সব কথা তো আর বলা যায় না
সব বলাতেও বলা হয় না
সব সবেতেও মিশে যায় না
সব হ্যাঁ মানেও তো হ্যাঁ হয় না ।
©️ক্ষুদে শিবকৃষ্ণ
রচনাকাল : ১৩/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।