আমি খুব সাজতে ভালবাসি কেন জানো? শুধু তোমার জন্যই আমার সাজা কিন্তু তোমার তো সময়ই নেই আমার দিকে তাকাবার একটু যদি বলো, "কি সুন্দর লাগছে তোমাকে নন্দিনী", মন টা খুশি তে ভরে ওঠে। আর কারো কোনো সুন্দর বলাতে কিচ্ছু যায় আসে না শুধু তুমি বললেই আমি সুন্দরী মনে করি নিজেকে তোমার একটু আমাকে দেখা, একটু সুন্দরী বলা, আমার মনকে নতুন করে সাজতে বলে তুমি কি জানো আমার প্রিয়? ******ঝিমলি ******রচনাকাল : ২৪/১১/২০১৯
ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত।