তোমার দিকে তাকালে যে আকাশ দেখি
নিঝুম রাতে সে আকাশ থেকে শেষ শ্বাস ছেড়ে
ঝরে পড়ে অসহায় নক্ষত্ররা।
আকাশের স্বপ্ন আর দেখতে
ভালো লাগেনা আমার
এখানে শুধুই নীল মাদকতা,
এখানে বিসন্নতার শেকড়ে টেনে ধরে পা।
তোমার নীরবতা আমাকে করে দেয়
ব্যকুল এক নদী,
কূল কাঁপিয়ে টলোমলো যৌবন নিয়ে
তোমার মনের দ্বারে পৌঁছালেই
নদীর জীবন ছেড়ে বড় প্রেমিক হতে
ইচ্ছে করে আমার,
ইচ্ছে করে ঝুড়ি ঝুড়ি প্রেম হাতে
ঝাঁপিয়ে পড়ি তোমার উপর,
অবাধ জলস্রোতের মতো,পাহাড়ি ঝর্নার মতো করে।
তোমার অস্থিরতা
বৃষ্টির মতো করে তোলে সদ্য ফোঁটা গন্ধহীন পলাশকে,
অথচ বসন্ত আসেনি কখনো আমার কাছে
কখনো বসন্তের গান শোনায়নি কেউ ভালোবেসে।
এবার প্রেমিক হবো আমি,
বড় প্রেমিক হতে ইচ্ছে হয়।
রচনাকাল : ৪/৫/২০১৬
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।