কিছু নেই - কিছুই থাকেনা আর অবশিষ্ট- একটা প্রেম ভাঙার পর একটা সম্পর্কের দেওয়াল ভেঙে পড়লে মাঝ সমুদ্রে দানবীয় ঢেউ আছড়ে তলিয়ে যেতে হয় যাত্রীবাহী জাহাজকেও। তেমনই সে ডুবিয়ে দিতে পারে তোমার চাঁদকে কালো জলের গভীরে, কিংবা জ্যোৎস্নাকে অনুশোচনার অন্ধকারে। সে পারতো স্বপ্ন নিভিয়ে দিতে, বিক্ষত হৃদয়ের পথে খুঁজে নিতে পারতো কলম্বাসের মতো নতুন দেশ। তুমি কি বুঝবে রাতকে দিন করে, দিনকে রাত করে কবিতাকেও ঘুম পাড়ানোর ব্যথা।রচনাকাল : ২৬/৭/২০১৬