• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



বন্ধুত্বের গভীরে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ৪৪৭৫ জন পড়েছেন।
ইতিহাসের পাতায় সবই স্মৃতি,
তোদের কথা মনে পড়েনা কিম্বা পড়ে কত দিন!
আলোর সাথে আপোষ করে আমি;
অন্ধকারে খুঁজে পাইনা আর সেই দিন।

Exider মোড়ের চা আর নন্দনের আড্ডা,
সাথে জাপানিজ ওয়াইফ কিম্বা ২২ শে শ্রাবণের গান -
সস্তার মদ আর বিড়ির ধোঁয়ায় একসুতোয় বাঁধা প্রাণ।।

দুচোখে ঘুম নেই, শুধু অভিযোগের বাস
ফুরিয়েছে কফি হাউসের সিগারেট আর গপ্পের আসর।
সমুদ্রের ধারে বালির উপরে
পরে আছে ব্যস্ত জীবনরে তোর সব আদর।।

তোরা সবাই কোথায় এই ২৮ এর পরে ?
একটা সময়ও যে চলতো না তোদের ছেড়ে।
কেউ তো আর সেই কথা বললি না -
হয়তোবা এই জন্যই একা থেকে গেলাম পড়ে!!

বন্ধু বিনে এই সময়টা চলে গেলেও,
হারিয়ে গেছি আমি একা মানুষের ভিড়ে।
চলনা, সবাই সেই চলে যাই;
ওই সেই ছোট্টবেলার বন্ধুত্বের দেশের গভীরে?
রচনাকাল : ৬/১২/২০১৯
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 25  China : 14  France : 2  Germany : 3  India : 266  Iran, Islamic R : 1  Ireland : 29  Japan : 1  Latvia : 1  
Mongolia : 1  Russian Federat : 2  Saudi Arabia : 10  Sweden : 9  Ukraine : 20  United Kingdom : 8  United States : 367  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 25  China : 14  France : 2  
Germany : 3  India : 266  Iran, Islamic R : 1  Ireland : 29  
Japan : 1  Latvia : 1  Mongolia : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 10  Sweden : 9  Ukraine : 20  United Kingdom : 8  
United States : 367  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বন্ধুত্বের গভীরে by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১০০৯৯৩৪
fingerprintLogin account_circleSignup