ইতিহাসের পাতায় সবই স্মৃতি,
তোদের কথা মনে পড়েনা কিম্বা পড়ে কত দিন!
আলোর সাথে আপোষ করে আমি;
অন্ধকারে খুঁজে পাইনা আর সেই দিন।
Exider মোড়ের চা আর নন্দনের আড্ডা,
সাথে জাপানিজ ওয়াইফ কিম্বা ২২ শে শ্রাবণের গান -
সস্তার মদ আর বিড়ির ধোঁয়ায় একসুতোয় বাঁধা প্রাণ।।
দুচোখে ঘুম নেই, শুধু অভিযোগের বাস
ফুরিয়েছে কফি হাউসের সিগারেট আর গপ্পের আসর।
সমুদ্রের ধারে বালির উপরে
পরে আছে ব্যস্ত জীবনরে তোর সব আদর।।
তোরা সবাই কোথায় এই ২৮ এর পরে ?
একটা সময়ও যে চলতো না তোদের ছেড়ে।
কেউ তো আর সেই কথা বললি না -
হয়তোবা এই জন্যই একা থেকে গেলাম পড়ে!!
বন্ধু বিনে এই সময়টা চলে গেলেও,
হারিয়ে গেছি আমি একা মানুষের ভিড়ে।
চলনা, সবাই সেই চলে যাই;
ওই সেই ছোট্টবেলার বন্ধুত্বের দেশের গভীরে?
রচনাকাল : ৬/১২/২০১৯
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।