এ জগৎ বিশ্বায়নে তুমি বাঁধিয়াছ আপনা ঘর,
পুরুষকে করিয়াছ শান্ত, পর পুরুষে নশ্বর!
ঈশ্বর-ই ভালো জানে, কি আছে ঐ অঙ্গ লীলায়,
যত নর উপচে পরে, ক্ষণিকের এ রঙ্গ শালায়।
যদি চাও বাঁচাও! তুমি-ই পারো এক করিতে ঈশ্বর,
ঘরনির ঘর ফিরিয়ে দাও! অঙ্গ বিলাসে হও নশ্বর!
তুমি-ই পারো, তুমি গড়ো, চাইলেই হবে নন্দিত ধরা,
বিশ্বায়নে তুমি হও বিস্ময়, ভেঙে দাও নগ্ন কারা।
পুরুষেরে তুমি আপন হস্তে লও! তোমার পূজারি সবে,
চাইলেই হবে শুদ্ধ ধরা, আজন্ম আগামী রবে!
দেহের আদলে নয়, চিত্তের বাঁধনে বাঁধো তারে,
তুমি-ই জগৎ মাথা, আলো ছড়াও এ সংসারে,
তবেই গুছিবে আঁধার, খোলিবে আলোর দ্বার!
বন্ধ হবে যত অনিষ্ট অনাচার, জগৎ হাসিবে আবার।
রচনাকাল : ২৩/১২/২০১৯
© কিশলয় এবং তোফায়েল আহমেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।