একটু খানি গুছিয়ে নাও এলোমেলো ভাবনার দ্বিধা , ভাসায় ভাষা স্বপ্ন আশা এ হৃদয়ের চিলেকোঠা ! শেষের বিশ্রাম - নাকি একটু জিরিয়ে সুরু প্রেমের সংলাপ শিখি - কবিতায় কল্পতরু । স্মোকারের চুম্বন - ধোঁয়াশায় তৃপ্তি খোঁজে - দুপুরের অলসতা - এলোমেলো বিছানার ভাঁজে ! একটু খানি মানিয়ে নাও বসবাস বাউলিয়া নিশিন্তে হাত বাড়াও সাজাতে এ চিলেকোঠা ।।রচনাকাল : ১৮/১০/২০১৯