দেখ্লাম তোমাদের আজ পার্কে
হ্যাঁ দুজনকে একসাথে ।
এই প্রথম আমার আমিটা আটকে গিয়েছিলো
ঐ কোণের আমগাছের রকে।
প্যাচ্প্যাচে ঘাম আর অপরাধবোধ সঙ্গে নিয়ে
অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ওদিকে,
কোথাও একটা ব্যাথার তাগিদ আসছিল
ঠিক যেন ভিতর থেকে।
কি মানিয়েছে তোমাদের দুজনকে।
শার্টের বোতাম খোলা তোমার ওর ব্যস্ততা
আর যত্নে উপর্পনে চুলের স্টাইল
কাছে আসার আকাঙ্ক্ষা
আর স্পষ্ট লেখাপড়ার ছাপ
সবকিছুই যেন রাজকীয়তার অঙ্গ।
বার বার পার্কের সুইমিং পুলে মুখ
বাড়িয়েছি আমি।
দেখতে চেয়েছি স্বচ্ছ জলে
এই অস্বচ্ছ আমিটাকে।
তারপর চোখ বন্ধ করে ;
নিজেকে নিয়ে গিয়েছি দুর্গম অতীতে।
মেপে দেখেছি নিজের ক্ষমতা-
ধানচাষ ,গরুর গাড়ি,পেরেকপেটা তক্তাপোশ
আর সামান্য 'অ' 'আ' 'ক' 'খ
আর তো কিছুই না।
ক্ষনিকের জন্য এমন বাঁধন ছিঁড়তে চাইলো
ডুব সাঁতারে পার করলাম ছোটো আটলান্টিক,
দৌড়ে সোনা আনলাম অলিম্পিকে,
সেরা দাবাড়ুর শিরোপা ,
বিশ্বকবি,
গনিতঙ্গ,
শান্তির নোবেল
আরো কত কি।
এরপর নিজেকে বসলাম তোমার পাশে ।
নাহ এখনো দুরত্বের অবকাশ ।
যোগ্যতার অভাব।
~ রাজকুমার সাঁতরা~
রচনাকাল : ১৭/১১/২০১৯
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।