রোজ সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ খুলে কত ভালো ভালো খবর শোনা যায়।এক কাপ চা এর সাথে এসব খবর বেশ রসালো লাগে পড়তে।
#কিছুদিন আগে শুনলাম বাচ্চা দের ব্যাগ যাতে হালকা হয় যাতে বিদ্যার ভারে ওদের পিঠে ব্যাথা না হয় যাতে ভারী ব্যাগ বইতে বইতে ওদের স্কুলের প্রতি আতঙ্ক না জন্মে যায় তার জন্য সঠিক ব্যবস্থা নেয়া হবে।কদিন খুব মাতামাতি হল এটা নিয়ে কিন্তু তারপর যে কে সেই।
#হাসপাতাল গুলোতে অত্যাধিক বিলের জন্য সাধারণ মানুষের প্রান ওষ্ঠাগত।একদিনের নাম করে সাত দিন রাখছে।প্রতিদিন বিল বেড়ে আকাশছোঁয়া হচ্ছে।খুব সাধারণ রোগের জন্য হাজার একটা টেস্ট দেয়া হয়।নানান ভাবে হেনস্থা করা হয়।ভুল অপারেশনে রোগীর মৃত্যু হওয়ার নজির ও কম নেই।এসবের দিকেও নাকি কড়া নজর দেয়া হবে সরকার থেকে।কিন্তু এই খবর টাও শুধু খবর হয়েই রয়ে গেছে।
#সেদিন শুনলাম গুটখা,খৈনি কিংবা তামাক জাতীয় দ্রব্য বাজার থেকে বহিষ্কৃত করা হবে।শুনে মনে হয়েছিল এবার একটা কাজের কাজ হল এতদিনে।
কিন্তু কোথায় কি।এখানো প্রত্যেক টা দোকানেই জ্বলজ্বল করছে এইসব নেশার প্যাকেট।আর রাস্তা ঘাটা গুটখার পিক দেশের ঐতিহ্য বহন করছে।
#প্লাস্টিক থার্মোকল এসবও নাকি বন্ধ হবে।কোন দোকান থেকেই নাকি এসব পাওয়া যাবেনা।কিন্তু গিয়ে দেখুন সব দোকান শপিংমল সব জায়গাতেই বহাল তবিয়তে বিরাজ করছে সাধের প্লাস্টিক।
এই খবর গুলো শুনলে মনে আশার আলো জাগে।মনে হয় এবার একটু হলেও সমাজের পরিবর্তন হবে।
কিন্তু কোথায় কি।সবটাই রুপকথার গল্প ছাড়া আর কিছুই নয়।ছোট বাচ্চা দের যেমন করে রুপকথার গল্প বলে ঘুম পাড়ানো হয় আমাদের ও সেভাবেই বোকা বানানো হয় বারবার।আর আমরাও রোজ সকালে খবরের কাগজ খুলে খবরের চ্যানেল খুলে সানন্দে বোকা বনে যাই।কিছু লোক রোজ একেকটা মিথ্যে গল্প দিয়ে আমাদের ভুলিয়ে রাখে।
আমরাও ভুলে থাকি কোন প্রতিবাদ না করেই।
//মনি রায় ঘোষ//
রচনাকাল : ৫/১২/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।