নিশ্তব্ধ চারিপাশ ...
কান পাতলেই প্রিয়াঙ্কা, টুইংকল, নির্ভয়াদের আর্তনাদ শুনতে পাচ্ছি !!
আমি নির্বাক!!
আমি মর্মাহত!!
আমরা কতদিন এইভাবে ভয়ে শংকিত হয়ে চলবো!!
আমরা আজ ও অসহায়!!
লালসালোলুপ পুরুষের চোখ দুটো খুঁজে বেড়ায় একাকিনী নারী,
তাহলে কি আমরা বাইরে বেরোবো না?
যাবো না আমাদের কর্মক্ষেত্রে?
দুনিয়া কে হাতের মুঠোতে আনার ইচ্ছে আজ পুরুষ তোমার পাশবিক আচরণের জন্য আমরা বুঝি আমাদের মনেতেই বন্দি রাখবো?
বেশিকিছু তো চাই না আমরা
একটু স্বাধীনতা, একটু নিজের মতো করে বাঁচা
সেটাও কিছু অসুরের পায়ে পদদলিত হচ্ছে প্রিয়াঙ্কাদের মতো মেয়েদের প্রাণ
মায়ের বুক শূন্য করে দগ্ধ শরীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কাদের অসহায় হাহাকারময় যন্ত্রনা!!!
কবে আমরা পাবো আমাদের সম্মান?
আর কতদিন ধর্ষণের অগ্নিতে নিজেদের আহুতি দেবে নারী?
যে পুরুষ সঞ্চার করে প্রাণের
কেমনে করে তার লালসার শিকার!!!
সেই বর্বরচিত্ত পুরুষ কে জানাই আমার মনের ধিক্কার!
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।