সেই কবে থেকে তুমি নিভে আছো মিশে আছো শেষ ছাই কণার বুকে। আমার নিঃসঙ্গ অকাল স্বপ্নেরা মাথা নাড়ে তোমার শেষ তাগাদার অপেক্ষায়। তুমি চলে গেছো দুরে দুর থেকে দুরে আরও দুরে- যেখানে ক্লান্ত আগ্নেয়গিরিরা ঝিমিয়ে থাকে নিষ্ক্রিয় প্রেমের মতোই। নির্জন আঁধারে সহস্র দুয়ার খুলে জোনাকিরা ফিসফিস করে খোঁজে মুক্তি - অথচ আমি তোমার ঠিকানায় আজও খামে মুড়ে চিঠি পাঠাই আধমরা নীলের দেশে তবুও মুক্তির ঠিকানা রেখে গেলেনা।রচনাকাল : ২৬/৬/২০১৫