• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



জাগো, জাগো ঊমা..!!
আনুমানিক পঠন সময় : ৪ মিনিট

লেখিকা : সুস্মিতা মল্লিক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১ টি লেখনী ১৩ টি দেশ ব্যাপী ৬০৪ জন পড়েছেন।
কাল বাড়ি ফেরার সময় রাস্তায় একটা Uber cab এ দেখলাম লেখা আছে, "Pledge to make Kolkata a safer place for Woman"..!! সত্যি কতো তাড়াতাড়ি চারপাশটা যেন কেমন বেশি করে বদলে গেলো না? আমার ছেলেবেলায় হলুদ ট্যাক্সির কাকুদের তো কই এমন করে pledge লিখে রেখে ভয় কাটাতে হতো না!!। মনে আছে কলেজ যাওয়ার সময় যে বাসটায় করে যেতাম, তাতে এক বাস কাকু-জ্যেঠু-দাদা পাতিয়েছিলাম। এমন কতোবার হয়েছে কি money purse নিয়ে যেতে ভুলে গেছি, টাকা নিয়ে চাপ তো হয়ইনি, বরং পরে সেই ভাড়া-র টাকা ফেরত দিতে গিয়ে ধমক-ই খেতে হয়েছে। নাহ, সেই সম্পর্কে কোনো পাপ ছিল না, কোনো জটিলতা ছিল না। এখনো বাসে যখন কোনো মিষ্টি বাছা ওঠে, কোনো 'কাকু-জ্যেঠু-দাদা' তাকে পরম স্নেহে কোলে বসিয়ে নেন। কিন্তু তফাৎটা কোথায় জানেন? অনেকসময়ই পরে যখন সেই বাচ্ছার মায়ের দিকে চোখ যায় আর দেখি,, ভিড়ের চাপে দাঁড়িয়ে থাকা সেই মা হয়তো তখন করুন চোখে আমায়ই দেখছে, আর্তি জানাচ্ছে বাচ্ছাটিকে নিজের কাছে নিয়ে নেওয়ার জন্য। বুঝতে পারি সবটা,... আঁতকে উঠি ..!! আর বাসের কাকুর কথাই বা কি বলি? যখন তিন বছরের বাচ্ছা তার নিজের কাকুর সাথেই safe থাকতে পারে না! আসলে ,, এতোটা নোংরা ভাবতে পারিনা এখনো আমরা, অসহায় লাগে খুউব। 

তাছাড়া, আমরা কোনোদিন-ও তো চাইনি এভাবে আলাদা হতে, আমরা চাইনি এভাবে special হতে, যাদের আলাদা করে 'রক্ষা' করতে হবে।। আমরা শুধু নিজেদের জীবনটুকু নিজেদের মতো করে কাটানোর স্বপ্ন দেখেছিলাম, ---- 
যে জীবনে অফিসের মারাত্মক কাজের চাপ সামলে বেরিয়ে আর safely বাড়ি ফেরার extra চাপটা নিতে হবেনা। 
যে জীবনে বিপদে পড়লে মানুষ হয়ে মানুষের থেকে সাহায্য চাওয়া যাবে।
যে জীবনে ফুলের মতো নিষ্পাপ বাচ্ছাকে 'Good Touch, Bad Touch' শেখাতে হবে না। 
যে জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে নিজেদের রক্ষা করার এক সীমাহীন লড়াইতে নামতে হবেনা। 
যে জীবনে 'রাতে কিভাবে বাড়ি ফিরবো?' ভেবে প্রিয় বন্ধুর বাড়ির অনুষ্ঠানটা miss করতে হবে না।
যে জীবনে সব সময় judged হতে হবে না,......
"রাত-বিরেতে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় ওদের বাড়ির মেয়েটা জানো?" "এই তো কিছুদিন আগে ওই মেয়েটার আরেকটা রিলেশনশিপ ছিল, এখন আবার নতুন হয়েছে, ওর আবার character !!" 
"ভালো চাকরিই করে, বিয়ে আর হচ্ছেনা মেয়েটার, নিশ্চয় কিছু খুঁত আছে" 
"বিয়ে করে একটু adjust করতে পারলো না?? divorce হয়ে গেলো?? কি জানি বাবাঃ।। নিশ্চয় কিছু ব্যাপার আছে?? মেয়েমানুষের আবার এতো দাবি কিসের??"

লেখাগুলো পরে যাদের যাদের গায়ে লাগলো, তাদের সবার উদ্দেশ্যে বলছি, বিশ্বাস করুন, সবকিছুর জন্য আমরা দায়ী নই.. পৃথিবীর সব adjustment করার দায়ভার নিয়ে আমরা জন্মাইনি। রাতে বাড়ি ফেরাটা অনেক সময়ই আমাদের choice না,..আমাদের দায়বদ্ধতা। আর যদিওবা choice হয়, কিছু জ্যান্ত রাক্ষসের কোনো অধিকার নেই তাতে থাবা বসায়!! এবার তো আমাদের দোষ খোঁজা বন্ধ করুন,, এবার তো গর্জে উঠুন,, আর কতো ?? দিল্লির রাজপথ থেকে মন্দিরের গর্ভগৃহ পেরিয়ে কামদুনির রাস্তা হয়ে তেলেঙ্গানা র Highway  - সব রক্তাক্ত,, চেয়ে দেখুন,, তারা বিচার চায়। যে জানোয়ার গুলোর মানসিকতা এতোটা নোংরা, বিকৃত, অসহ্য,,.... বিশ্বাস করুন মুখে কাপড় বেঁধে মোমবাতি মিছিলে হেঁটে তাদের দমানো সম্ভব নয়।। মোমবাতির বিক্রি বাড়ছে, আর ওই জঘন্য জীবগুলো জেলে বসে আমাদেরই ট্যাক্সের পয়সায় চাল খেয়ে মোটা হচ্ছে!!!

তার চেয়ে বরং এবার কালী রূপের পুজো হোক?? মেয়েদের আর 
 barbie key-chain নয়, কিনে দেওয়া যাক Black Pepper Spray... বীভৎসতা এবার counter-attack - এও আসুক,, "According to the laws of IPC which are mentioned in section 103 and 104, a murder in self-defense is not seen as a murder. Any act of protecting yourself is seen as the self-defense and the law understands that the accused did not have any intention of killing, he/she was protecting himself/herself." অনেক হলো গান-নাচ শেখা, এবার নাহয় বাধ্যতামূলক হোক martial arts।। আর বাধ্যতামূলক করা হোক Monthly Mental Health check-up...।। শুধু রেপ নয়, রাস্তায় চলতে গিয়ে বিকৃত অঙ্গ-ভঙ্গি করা ওই 'দাদু'টা, বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা Tone করা ওই দলটা,, গর্জে ওঠা হোক সবার বিরুদ্ধে। বয়কট হোক ভোট, যতোদিন না এই নৃশংস অপরাধের বিচার সুনিশ্চিত করা যাচ্ছে... উৎপাটিত হোক সেই সব so-called শিক্ষিত মানুষেরা যারা মুখোশের আড়ালে বিকৃত, বীভৎস জীব। জানি রাস্তা সোজা না, specially যখন আক্রমণ করা 'জীব'দের সংখ্যা নিশ্চিত না, কিন্তু, এভাবে হয়তো তাও কিছুটা সম্ভব। হয়তো আজ নয়, কিন্তু আজ থেকে ৩০-৪০ বছর পরে জন্মানো বাচ্ছাগুলোকে 'রেপ' কথাটার সাথে হয়তো আর পরিচয় করিয়ে দিতে হবেনা। হয়তো বা............................
রচনাকাল : ৫/১২/২০১৯
© কিশলয় এবং সুস্মিতা মল্লিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 40  Germany : 4  Hungary : 1  India : 201  Ireland : 23  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 8  
Ukraine : 21  United Kingdom : 3  United States : 293  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 40  Germany : 4  
Hungary : 1  India : 201  Ireland : 23  Romania : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 8  Ukraine : 21  United Kingdom : 3  
United States : 293  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং সুস্মিতা মল্লিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জাগো, জাগো ঊমা..!! by Sushmita Mallick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৭৩১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup