আমি তৃষ্ণার্ত প্রেমিক
তাই প্রতিটা হৃদস্পন্দন অনুভব করি তোমার
ছোঁয়া নিঃশ্বাসে-
তোমার উপহারের ডাইরির অসুস্থ পাতা জুড়ে-
আজও ক্ষুধা নিয়ে ফেরে যৌবনের শেষ প্রহরে
পরাধীন হয়ে মুক্তি খোঁজে আমার কবিতা।
ভূগোলের মানচিত্র থেকে মরুভূমি শুধুই-
মরীচিকায় ধু ধু বালি, ক্যাকটাস তাই কেঁদে মরে।
কিছুই লেখা হয়নি তোমার কথা-
নক্ষত্র থেকে নীহারিকা সে সবেই যেন পূর্ণ
পাতার কানায় কানায়।
আবার একটা নতুন দিন লেখা হোক তোমার
চাওয়া পাওয়ায়-
এক জীবন লেখা হোক শুধু তোমায় নিয়ে
ইচ্ছে করে সূর্যাস্তের শেষে পরাক্রান্ত সৈনিকের মতোই
হেরে গিয়ে- চির সবুজের বক্ষ চিরে
অচিরেই লুকাই তোমার বুকে।
অভিশপ্ত বিজ্ঞান লজ্জাবতীর মতো সোহাগের বিষে
চোখে আঁকে জীবিত আশা।
সজীব প্রেমে বাংলার ভ্রমর যেন লেহন করে
রক্তকরবীর মধু।
সহস্র সাধনার ভিড়ে তোমার অস্তিত্ব অক্ষয় রেখে
নির্লিপ্ত প্রেমের ইতিহাস
লেখা অসমাপ্ত এখনো।
এক জীবন শুধু লিখে যাবো তোমার কথা -
তোমার মিনিট,ঘণ্টা, সময়ে বদলে ফেলা রঙের কথা।
হাজার স্মৃতির মলাটে এই লেখার অজান্তেই নাম
দিয়েছি “ভালোবাসা”।
তাই শেষ নিঃশ্বাসের রজনীগন্ধার ঘ্রাণে রেখে যাবো
অবুঝ প্রেমের অদ্ভুত স্বাক্ষর
ডায়রির পাতায় পাতায় সৃষ্টির অমর ইতিহাস।
----------------------------------
রচনাকাল : ২৮/৪/২০১৫
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।