কলমের ঘুম ভাঙলে
চারিদিকে যেন এলোমেলো জঞ্জাল
একপাশে মদের গন্ধ আর-
ধর্ষিতা মেয়েটির যন্ত্রণার চিৎকার,
অন্যদিকে শ্রমিক ও চাষিরদল
আত্মহত্যায় ব্যাস্ত।
বিধ্বস্ত গ্রামগুলো তখনো জেগে
নতুন সভ্যতার আশায়।
অলি গলিতে সাধের কোলকাতা
অসীম নিস্তব্দতায় ঘুমিয়ে,
কবিতাও এখন গভীর ঘুমে আচ্ছন্ন।
কোথাও হৃদয়ের টানে
বহুরাত জেগে আছে কবিতা
বহুরাত নিঃশ্বাস নেয়নি সে প্রান খুলে।
বিচার না পেয়ে ঝুলন্ত দেহটা
আজও কেন ঝুলে থাকে?
অথচ আমাদের ঘুম ভাঙলেই
উঠে আসে আস্ত এক কবিতা
তোমার,আমার কলমের হাত ধরেই!!
রচনাকাল : ১৬/৬/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।