ওরে বন্ধু
তুই আছিস কেমন?
যেমন দোয়া করছিস তুই
আমি আছি তেমন।
ওরে বন্ধু
তুই ইদানিং করছিস কি?
ছোট্ট একটা নাম প্রবাস ছাড়া
আছেই বা কি।
ওরে বন্ধু
প্রবাস জীবন কাটে কেমন তোর?
ঘরছাড়া মানুষ যেমন করে ঘুরঘুর।
ওরে বন্ধু
টাকা -পয়সা আছে কেমন তোর?
আলহামদুলিল্লাহ্।
তোদের দেশের যে অবস্থা
জানে যে একমাত্র ঠাকুর।
ওরে বন্ধু
তুই আসবি কবে দেশে?
আরে রাখ! বেঠা!
আগে টাকাকড়ি জমিয়ে ধরি
তারপর, আসবো রাজার বেশে।
ওরে বন্ধু
এবার একটা বিয়ে-সাধি কর।
আরে থাম বেটা!
এখানেই তো ঢর!
আজকাল মেয়েদের যে অবস্থা !
বউ করে ঘরে আনলেই তো
সংসারের হয় হেনস্থা !
রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং রহমত উল্লাহ সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।