কিবা আছে এই ভালোবাসায়?
বোবা পৃথিবীতে শুধুই ভালোবাসার রুগ্ন রুপ।
আমার কটা স্বপ্ন প্রেমের বিষে মৃতপ্রায়-
সে ভালোবাসার আগুনের উজ্জল তপ্তদহনে ভেপে
আমি তৃষ্ণার্ত-
তবু জল নেই, কথাও একটুও জল নেই।
ললাটের মানচিত্রে অনুভবের আকাশে
মেঘ করেও বৃষ্টি আসেনি কল্পিত মেঘে।
তোমার বোবা কান্নায় নিমগ্ন হয়েও-
আমার ক্ষুধা চির জাগ্রত,
স্পর্শ করেনি তোমার স্মৃতির মোমে গলা শরীর।
কে বলে তোমার দুঃস্বপ্নের আশা গুলো ভাষাহীন ভাবে
বাঁচিয়ে রাখে আমায় অনন্তকালের জন্য।
চন্দ্রের অপেক্ষায় খিদে নিয়েই কি বাঁচে রাহু?
তবু যে গ্রহন লাগে মোহময়ী জোছনা রাতে।
তোমার ধ্বংস প্রেমের পৃথিবীতে-
আমি তৃষ্ণার্ত-
একটুও জল নেই।
-------------------------------
রচনাকাল : ২৮/৪/২০১৫
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।