বসন্তের দিন-রাত শুধু পলাশের সুর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ৪৯৮৯৩ জন পড়েছেন।
আজ বসন্ত পলাশ রঙে, বুকের মাঝে তুমি 
আবীর মাখা ইচ্ছে ডানায় উড়তে থাকি আমি । 

তুমি হেঁসেছ চোখের কোনে হয়তো আমায় ভেবে
তবুও দাওনি ইচ্ছে গুলো সেতো কাঁদায় কবিতা মেখে !
আমি দূর থেকে খুঁজি,যে গভীরে রয়েছে তোমার মন 
আমি স্পর্শে তোমায় মাখি যেখানে স্বপ্ন আমন্ত্রন ।
হা হা হা, আমি ঘুমোই তোমার কোলে... হয়তো আদর মেখে 
তুমি উন্মাদ ভাব ...কি করে আদর মাখি এত্ত দূরে থেকে !  

ছুঁয়েছে রাত্রি ঠোঁটে হয়তো খানিক কবিতার ঢঙে  
আরো গভীর ব্যাকুল মোহে, আলপিন ফোটে দেহে ।

ঘুম চোখে ঘুম ভাঙে ...  পূব আকাশের কবিয়ালি গানে - 

সকালে ভোরের হাওয়া মিস্টি লাগে মনে 
কি নেশায় তোমার চাওয়া জাগে শিহরনে । 
তুমি উন্মুখ বসে কতটা স্বপ্ন বুকে 
আমি সব মেখে দেব যতটা আদর ইচ্ছে চোখে । 
এরপর... 
ইচ্ছে গুলো তোমার সাথে আর আমায় একলা করে দুপুর
বেখেয়ালী দমকা হাওয়া বাজায় যেন নুপুর !
নেশায় আছো নাকি ভালবাসা?  
তুমি কহীনূর তুমি কহীনূর 
এ বসন্তের দিন-রাত 
শুধু পলাশের সুর ।।
রচনাকাল : ২৪/৩/২০১৬
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 10  France : 2  Germany : 5  Hungary : 1  India : 202  Ireland : 2  Russian Federat : 8  Saudi Arabia : 9  Ukraine : 26  
United Kingdom : 4  United States : 274  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 10  France : 2  Germany : 5  
Hungary : 1  India : 202  Ireland : 2  Russian Federat : 8  
Saudi Arabia : 9  Ukraine : 26  United Kingdom : 4  United States : 274  


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের দিন-রাত শুধু পলাশের সুর by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৭৭৯৬
fingerprintLogin account_circleSignup