ভালোবাসতে বলেছিলে-
প্রেম সমুদ্রে ডুবতে বলেছিলে
বলেছিলে প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হতে
বলেছিলে আরো কাছে আসতে
কিন্তু পারিনি!
সেদিন আমি গেছিলাম যুদ্ধে
জন্মভূমির মাতৃটানে –
দেশ মাতাকে বাঁচাতে I
সেদিন লড়ে ছিলাম দেশের দশের হয়ে
অত্যাচারি, অত্যাচারের বিরূদ্ধে;
ফিরে এসেছিলুম দেশ স্বাধীন করে-
এসেছিলুম তোমার আমার মাতৃক্রোড়ে I
কিন্তু সেদিন তুমি ছিলেনা
তুমি ছিলে দেশ বিভাগের ওপার পারে-
বেড়াজালের ও-ই সূধুরে
তুমি বলেছিলে ভালবাসতে
প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হতে
সত্যি আমি পারিনি !!
রচনাকাল : ১১/৭/২০১৩
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।