মন খারাপের সকাল যেন মেঘলা আকাশ ছেয়ে -
মেঘ হয়ে আসুক তবে আলসে বিছানা নিয়ে !
ওহো একটু আদুরে মেয়ে,
অতল নিথর জলের তলে কিংবা শূন্য আকাশ পানে।
গভীর যত অনুভূতি হাল্কা ততই মনের পাখি
উড়তে দিয়োগো আপন মনে
হোক খানিক সমর্পণে
আমি মানাই আমার মত; মানাই তারে যে না আমার হত !
বানাই শব্দ অলঙ্কারে ,
আলোয় ভাসে শব্দ খানি, আমি হারাই অন্ধকারে !
মেঘ আঁকি কবিতায় চোখে বৃষ্টি নামে
মেঘলা হাওয়ায় মন তোমারিতো থাকে ।
একলা করেছে আকাশ তবু অন্তহীন ভালবাসা
জানি এ বিশাল শূন্যতা বুকে জাগে মেঘলা ভাষা ।
রচনাকাল : ১৯/১০/২০১৭
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।