আকাশে বাতাসে প্রেমের ঝংকার তারি মধ্যে শুধু তুমি
পাগল প্রেমি সুরের দেশে এমন ডঙ্কা তুলেছে জোরে
উল্লাসে দিন নাচে, মর্ত্য পৃথিবী বন-বন করে ঘুরে
সুরের দেশে বেতাল সুরে চেঁচিয়ে বলি আমার তুমি
ভূবন কাঁপানো গরজ বলে ওগো তোমায় ভালবাসি আমি
কম্পিত ক্ষনে স্তব্ধ ভাষা প্রেমের কথা জাগায় অন্তরে
আকুল হৃদয় হার মানা হার নাচে প্রেমের ঝংকারে
ঝংকারে মন থমকে বলি- সুরের দেশে সৃজন তুমি
তুমি নিশ্চুপ! তবে কোথায় গেঁথেছ মালা আমার বরণে
আমার নয়নে তাকিয়ে বলো- ভালবাসি ভালবাসি তোমায় ভালবাসি
আমার হৃদয় তোমার প্রেমে আমার প্রেমে এসুর আনে
প্রেম দরিয়া জোয়ার হানে আছড়ে পড়ে ঢেউয়ের রাশি
উত্তাল ঢেউ দুমড়ে আমি এগিয়ে যাব তোমার পানে
আমি স্তব্ধ হয়ে গরমি শ্বাসে রইব তোমার আলিঙ্গনে ।।
রচনাকাল : ১৪/১০/২০১৮
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।