মনের মাঝে আকাশ আছে, নদী আছে চোখে দুকুল জুড়ে ঢেউ ভেঙে যায় একলা সময়ের মাঝে । তবু ক্যানো ভালবাসা ভোরের স্বপ্ন নিয়ে শক্ত হাতে দাঁড় বেঁয়ে যায় হৃদয়ে চোরা স্রোতে ! কবিতায় আমি নিজেকে বেঁধেছি মুক্ত তো তুমি কত আগে তবুও বাঁধায় কঠিন ধাঁধায় কে কার বন্ধনে ! কবিতা আমার রোজকার কথা খানিক সময় ক্ষনিকের পাওয়া । আমি কবিতায় আছি জেগে তোমার ঘুমের মাঝে শক্ত হাতে দাঁড় বেঁয়ে যাই হৃদয়ে চোরা স্রোতে ।।রচনাকাল : ১৮/১০/২০১৯